সাময়িক নিয়োগ আদেশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মহোদয়ের স্মারক নং-৫২.০১.০০০০.৯০৩.১৮.০০১(অংশ-১).২০-২১৮৭; তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ মোতাবেক ইসিডিএস প্রকল্পের আওতায় ‘পরিবেশ সংরক্ষণ ব্যয়, সম্পদ এবং বর্জ্য ব্যবস্থাপনা (প্রতিষ্ঠান)’, বর্জ্য ব্যবস্থাপনা (সিটি কর্পোরেশন ও পৌরসভা) এবং পরিবেশগত গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) ২০২১ শীর্ষক কার্যক্রম জরিপের নীলফামারী জেলার অধীন ১৮০ (একশত আশি) টি প্রতিষ্ঠানে মূল জরিপ সম্পাদনের লক্ষ্যে ০৯ (নয়) জন বিবিএস এর তথ্যসংগ্রহকারী এবং ০৩ (তিন) জন সুপারভাইজারকে উক্ত প্রকল্প্বের মাঠ পর্যায়ের মূল তথ্য-সংগ্রহকাজ চলাকালীন সময়ের জন্য অস্থায়ীভাবে/সাময়িক নিয়োগ প্রদান করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস