এক নজরে নীলফামারী
রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৫৮১.৪৯-বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান।যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে অবস্থিত। এ জেলার পূর্বে রংপুর ও লালমনির হাট, দক্ষিণে রংপুর ও দিনাজপুর,পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা । কৃষি নির্ভর এ জেলার ৯০% সহজ সরল মানুষ কোন না কোন ভাবে কৃষির উপর নির্ভরশীল। নীলফামারীর দীগন্ত বিস্তৃত সমতল ভূমিতে প্রতি বছর প্রচুর পরিমাণে ধান, গম, আলু, তামাক এবং আরও বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। এ জেলায় শিল্পী হরলাল রায়, রথীন্দ্র নাথ রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর -এর মত গুণীজনের জম্ম। এ জেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প সেচ ও সম্পুরক সেচ সুবিধা দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে। জেলার উত্তর পূর্বদিক দিয়ে বহমান তিস্তা নদী জেলার দু’টি উপজেলার (ডিমলা-জলঢাকা) জন্য এখনও অভিশাপ হিসেবে বিদ্যমান। বৃহত্তর রংপুর দিনাজপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ জেলার সৈয়দপুর এর ক্ষুদ্র শিল্প গোটা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। উত্তরা ইপিজেড এলাকার কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। নীলসাগর নামীয় বিশাল দিঘী এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র। সম্প্রতি চালুকৃত নীলসাগর আন্তঃনগর এক্মপ্রেস ট্রেন যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ।
০১ |
আয়তন |
১৫৮১.৪৯ বর্গ কিলোমিটার |
০২ |
ভৌগলিক অবস্থান |
২৫০৪৪/ হতে ২৬০১৯/ উত্তর অক্ষাংশ এবং ৮৮০৪৬/ |
০৩ |
লোকসংখ্যা |
মোটঃ ২০৯২৫৬৭ >পুরুষঃ ১০৪১৫৮২ >মহিলাঃ ১০৫০৪৯৯ >হিজড়াঃ ৮০ জন >>আংশিক তথ্যঃ ৪০৬ জন (শুমারিতে পুরো তথ্য পাওয়া যায় নাই) (২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী) |
০৪. |
জনসংখ্যার ঘনত্ব |
প্রতি বর্গ কিলোমিটারে ১৩৫৩ জন (২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী) |
০৫. |
পেশা |
কৃষক ৪৫.২৮%, কৃষি শ্রমিক ২৭.৮১%, দিনমজুর ০৩.৪২%, ব্যবসায়ী ০৮.৬৫%, চাকুরীজীবি ০৬.০৭%, অন্যান্য ০৮.৭৭% |
০৬. |
ধর্ম |
মুসলমানঃ ৮৪.২৭% হিন্দুঃ ১৫.৬৩% খ্রিস্টানঃ ০.০৫% বৌদ্ধঃ ০.০২% অন্যান্যঃ ০.০৪% (২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী) |
০৭. |
জাতীয় সংসদে আসন সংখ্যা |
০৪ টি |
০৮. |
উপজেলা |
০৬ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা,জলঢাকা, কিশোরগঞ্জ) |
০৯. |
পৌরসভা |
০৪ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, জলঢাকা) |
১০. |
ইউনিয়ন |
৬০ টি |
১১. |
মৌজা |
৩৭০ টি |
১২. |
গ্রাম |
৩৭৮ টি |
১৩. |
ভারতের সাথে সীমান্তের দৈর্ঘ্য |
৫০.৯০ কিলোমিটার |
১৪. |
বি.ও.পি.’র সংখ্যা |
১১ টি |
১৫. |
মোট জমির পরিমাণ |
১,৫৮,২৩৭.৭৩ হেক্টর |
১৬. |
মোট আবাদি জমির পরিমাণ |
১,২৯,৫২১ হেক্টর |
১৭. |
সেচকৃত জমির পরিমাণ |
১৭৫০৬৩.৫৬ হেক্টর |
১৮. |
মোট বনভূমির পরিমান |
১৪৮৪৪.৩১ একর |
১৯. |
মোট জলাভূমির পরিমান |
২৬৫১২ একর (নদ-নদী) |
২০. |
শহরাঞ্চলের আয়তন |
৯৬.৫৬১ বর্গ কিলোমিটার (নীলফামারী-২৪.৫০ বর্গ কি:মি:, জলঢাকা-২৮.২২ বর্গ কি:মি, ডোমার-৯.৪২১ বর্গ কি:মি:, সৈয়দপুর-৩৪.৪২ বর্গ কি:মি) |
২১. |
খাদ্য উদ্বৃত্ত |
২,৮৫,৯০৬ মে. টন |
|
||
২২. |
শিক্ষার হার (৭+) |
মোটঃ ৬৯.১৩%, পুরুষঃ ৭২.০৮%,মহিলাঃ ৬৬.২৩% (২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী) |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস