Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে নীলফামারী

রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৫৮১.৪৯-বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জেলার অবস্থান।যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে অবস্থিত।  এ জেলার পূর্বে রংপুর ও লালমনির হাট, দক্ষিণে রংপুর ও দিনাজপুর,পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা ।  কৃষি নির্ভর এ জেলার ৯০% সহজ  সরল  মানুষ কোন না কোন ভাবে কৃষির উপর নির্ভরশীল। নীলফামারীর দীগন্ত বিস্তৃত সমতল ভূমিতে প্রতি বছর  প্রচুর পরিমাণে  ধান, গম, আলু, তামাক  এবং আরও বিভিন্ন  প্রকার ফসল  উৎপন্ন হয়।  এ জেলায়  শিল্পী হরলাল রায়, রথীন্দ্র নাথ রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর  -এর মত গুণীজনের জম্ম। এ জেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প সেচ ও সম্পুরক সেচ সুবিধা দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে। জেলার উত্তর পূর্বদিক দিয়ে বহমান তিস্তা নদী জেলার দু’টি উপজেলার (ডিমলা-জলঢাকা) জন্য এখনও অভিশাপ হিসেবে বিদ্যমান। বৃহত্তর রংপুর দিনাজপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ জেলার সৈয়দপুর এর ক্ষুদ্র শিল্প গোটা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। উত্তরা ইপিজেড এলাকার কর্মসংস্থানে ও বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।  নীলসাগর নামীয় বিশাল দিঘী এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র। সম্প্রতি চালুকৃত নীলসাগর আন্তঃনগর এক্মপ্রেস ট্রেন যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ।

 

 

০১

আয়তন

  ১৫৮১.৪৯ বর্গ  কিলোমিটার

০২

ভৌগলিক অবস্থান

২৫৪৪/ হতে ২৬১৯/  উত্তর অক্ষাংশ এবং ৮৮৪৬/

০৩

লোকসংখ্যা      

মোটঃ ২০৯২৫৬৭

>পুরুষঃ ১০৪১৫৮২

>মহিলাঃ ১০৫০৪৯৯

>হিজড়াঃ ৮০ জন

>>আংশিক তথ্যঃ ৪০৬ জন (শুমারিতে পুরো তথ্য পাওয়া যায় নাই)

(২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী)

০৪.    

জনসংখ্যার ঘনত্ব   

প্রতি বর্গ কিলোমিটারে ১৩৫৩ জন (২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী)

০৫.    

পেশা

কৃষক ৪৫.২৮%, কৃষি শ্রমিক ২৭.৮১%, দিনমজুর ০৩.৪২%, ব্যবসায়ী    ০৮.৬৫%,  চাকুরীজীবি ০৬.০৭%, অন্যান্য ০৮.৭৭%

০৬.    

ধর্ম  

মুসলমানঃ ৮৪.২৭%

হিন্দুঃ ১৫.৬৩%

খ্রিস্টানঃ ০.০৫%

বৌদ্ধঃ ০.০২%

অন্যান্যঃ ০.০৪%

(২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী)

০৭.    

জাতীয় সংসদে আসন সংখ্যা  

০৪ টি

০৮.    

উপজেলা     

০৬ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা,জলঢাকা, কিশোরগঞ্জ)

০৯.    

পৌরসভা 

০৪ টি। (নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, জলঢাকা)  

১০.    

ইউনিয়ন   

৬০ টি

১১.     

মৌজা     

৩৭০ টি

১২.    

গ্রাম     

৩৭৮ টি

১৩.    

ভারতের সাথে সীমান্তের দৈর্ঘ্য      

৫০.৯০ কিলোমিটার

১৪.     

বি.ও.পি.’র সংখ্যা     

১১ টি

১৫.    

মোট জমির পরিমাণ   

১,৫৮,২৩৭.৭৩ হেক্টর

১৬.    

মোট আবাদি জমির পরিমাণ 

১,২৯,৫২১ হেক্টর

১৭.     

সেচকৃত জমির পরিমাণ   

১৭৫০৬৩.৫৬ হেক্টর

১৮.    

মোট বনভূমির পরিমান   

১৪৮৪৪.৩১ একর

১৯.    

মোট জলাভূমির পরিমান     

 ২৬৫১২ একর (নদ-নদী)

২০.    

শহরাঞ্চলের আয়তন                  

৯৬.৫৬১ বর্গ কিলোমিটার (নীলফামারী-২৪.৫০ বর্গ কি:মি:, জলঢাকা-২৮.২২ বর্গ কি:মি, ডোমার-৯.৪২১ বর্গ কি:মি:, সৈয়দপুর-৩৪.৪২ বর্গ কি:মি)

২১.    

খাদ্য উদ্বৃত্ত      

 ২,৮৫,৯০৬ মে. টন

 

   

২২.    

শিক্ষার হার    (৭+)

মোটঃ ৬৯.১৩%, পুরুষঃ ৭২.০৮%,মহিলাঃ ৬৬.২৩%

(২০২২ সালের জনশুমারির প্রিলি রিপোর্ট অনুযায়ী)